তোমার দুঃখের পাশে বসে অতীত ছুঁই নিগূঢ় বিশ্বাসে
আমার সমুদ্র বিস্তৃত নেই সংসারে
অভিন্ন অনপনেয় তুমি বিম্বিত রাখো
ভোরের পাখির মতন সূর্য পিঠে কোরে
দিকে দিকে ঝড় ছড়ায় খবর---
সত্যকে মেরে ফ্যালে কারও কারও অজানা জ্বর
উদ্ ঘাটিত। অতিমারি দিয়েছে প্রমাণ
বেজাত মানুষ দেবতা সমান
না হিন্দু
না খ্রিষ্টান
না মুসলমান ।