ফিরছে আমফানের পরে
যে যার ভাঙা ঘরে
হতভাগ্য সর্বহারা পাখি
একাকী কেঁদে মরে।
ছিল তার সন্তান-সন্ততি
ঘর ছিল মন্দির
অশান্ত ঝড় ছিনিয়ে নিলো
নিজ হাতের নীড়।
ঝড় ভেঙেছে পাখির ডানা
মানুষ ঘুরে মরে
জলে ডোবা গৃহস্থ উনুন
স্তব্ধতা চারধারে।
বন্ধু-স্বজন বিপদকালে
বাঁচিয়ে দিলো প্রাণ
জীব গুণে বাঁচলো মানুষ
হৃদয় পেল মান।
লক্ষ বিপদ পশু পাখির
ঘূর্ণি ঝড়ের মুখে
মানুষ রূপে মানুষ চায়
অবলা সুখে দুখে ।
ঝড়কে দেখে মানুষ হোক
পশু পাখির সখা
কর্মব্যস্ত কাটুক জীবন
পথেই হোক দেখা।