সূর্যটা ডুবলে গোধুলি অঘ্রাণে
শীত এসে বলে
বন্ধু সবাই আর নয়
বাড়ি যাও সক্কলে
তুলসী তলায় জ্বলছে প্রদীপ
উঠোনে শঙ্খধ্বনি
তোমাদের বাড়ি তো বাড়ি নয়
স্বর্গ বলে জানি
মাঠ ভরা পাকা ধান
সোনা ঝরে পড়ে
মালক্ষ্মী আসেন তোমাদের ঘরে
ধানে গোলা ভরে
পাঠে দাও মন প্রাণ
ভক্তি রাখো মনে
মানুষ হও মানুষের মতো
দেহ প্রাণ জনকল্যাণে
চাঁদ সূর্য মাথার উপর
আছে সারাক্ষণ
খোকা-খুকি দেব শিশু
ফুলের মতো মন
শাঁখ আজানে ভক্তি থাক
ভেদ রেখো না মানুষে
বিপদ কালে সবার সাথে
থাকো মিলেমিশে।