খোকা-খুকি তোমরা সবাই
উঠছো তো সব ভোরে
ফুল পাখির মতন জাগো
ইচ্ছে ডানার জোরে।
নদী সাগর পাহাড় টিলা
চাঁদ সূর্য তারা
মানুষ মাটির গুণের ধারায়
ধন্য এ বসুন্ধরা।
তোমরা ছোট তোমরা কচি
তোমরা জাতির আশা
জাগলে তুমি জাগবে দেশ
বাঁচবে ভালোবাসা।
ধর্ম ভীরু মানুষ হয়ে
তোমার বাঁচা মূল্যহীন
বাঁচও এবং বাঁচতে দাও
মানুষ হয়ে বর্ণহীন।
মানুষ নামক এক জাতি
পৃথিবী তার দেশ
ধর্ম নয় কর্ম হোক
বাঁচার সুস্থ পরিবেশ।
রোগ ছড়ায় মুখে মুখে
কে জানে ঈশ্বর কি চান!
এখনও কি বোঝার আছে বাকি
মানুষের নেই ব্যবধান।