বেলা বাড়ে মিথ্যে ডাক শুনে
মেঘলা বিকেল সন্ধ্যা নামে
ঘরে ঘরে দীনহীন গ্রামে।
রাতপাখি যেন ধ্রুবতারা
নিজের থেকে পালিয়ে দূরে
অন্ধকারে আপনাকে ঘিরে
মালসা ভরা আগুন ছুঁয়ে
আপনার তাপে পুড়ে খাক।
মরশুমি রোদে উল্টো পথে
ধর্মবীর খাচ্ছে ঘুরপাক।