বাংলা আমার মহাপ্রভু
বাংলা বিবেকানন্দ
ভাইয়ের মায়ের ভালোবাসা
প্রাণভরা আনন্দ
রবি ঠাকুর নজরুল
জন্মেছে এই দেশে
বাংলা আমার সোনার বাড়া
স্বর্গ আছে মিশে
মেদিনীপুরের গান্ধী বুড়ি
নেতাজি তিতুমীর
বিনয় বাদল সিদু কানু
এই বাংলার বীর
ভগিনী নিবেদিতা মাদার টেরেজা
এসে বঙ্গ দেশে
মন প্রাণ সঁপে ছিলেন
মানুষ ভালোবেসে
কামার কুমোর জেলে চাষী
সক্কলে ভাই-ভাই
আমার বাংলায় উচ্চ-নীচ
কোন ভেদ নাই
কাঠবিড়ালি ময়না চড়ুই
শালিক দোয়েল টিয়ে
বাংলা আমার সবার সেরা
গাছ পাখি নিয়ে
কোদাল কাটা সাদা মেঘ
শরৎ আকাশ জুড়ে
লক্ষী মাসে সোনালী ক্ষেত
হাসে সোনা রোদ্দুরে।