ইচ্ছে করে পাকা ধানের ঘ্রাণ নিতে,
ইচ্ছে করে আইল বেয়ে দৌড়াতে।
ফিরে পেতে শৈশবের দুরন্তপনাকে।
.
এই শহুরে পরিবেশের ঝাঝালো নীরবতা ভালো লাগে না আর।
.
ইচ্ছে করে চিৎকার করে গান গাইতে।
ইচ্ছে করে,
নদীর পাড়ে বসে স্রোতের বয়ে চলা দেখতে।
..
খুউব ইচ্ছে করে খালি পায়ে হাটতে।
সারাদিন পায়ে জুতা পরে থাকতে আর ভাল লাগে না।
....
ইচ্ছে করে নদীর সাথে বন্ধুত্ব করতে।
তার বুকের বিশাল জলরাশিতে ডুব দিতে।
..
ইচ্ছে করে পাড়ার দশ্যি ছেলেদের সাথে দলবেঁধে মাছ ধরতে,
ইচ্ছে করে নিজের রেখে আসা বাই-সাইকেল টা চালাতে।
..
খুউব ইচ্ছে করে আমার গ্রাম কে দেখতে,
ইচ্ছে করে সেই মেঠো পথে হাটতে যেখানে আমার হাজারো নিঃশ্বাস জমা পড়ে আছে।।