ভোরের আভায়
তুমি এলে না বলেই জাগলো না ভুবন আমার
নীল আকাশ রোদ পাখির ডানা ছড়িয়ে আমার কবিতায় ।
ছিঁড়ে দিয়েছি যতো কথা ব্যথা বেদনার
ভেঙেছি যতো অহংকার আমার
তবু হৃদয় তোমার ভরিয়ে দিয়ে গেলো না আমায় ।।
ফেলে দিয়েছি সব কাঁটা আঁধার রাতে
ধরেছি সব অঙ্গীকার দুহাতে
তবু দেখার বর্ষা ভিজিয়ে দিয়ে গেলো না আমায় ।।
বিকাশ দাস
মুম্বাই