তুমি আমার অরণ্য
আমি তোমার বৃষ্টি
তবে কেন দরজা দিয়ে খুঁজতে বলো আকাশ?
তুমি আমার নদী
আমি তোমার তরী
তবে কেন দরজা দিয়ে খুঁজতে বলো প্রপাত?
তুমি আমার সমুদ্র
আমি তোমার চাঁদ
তবে কেন দরজা দিয়ে খুঁজতে বলো জোয়ার?
তুমি আমার অহংকার
আমি তোমার ঘর
তবে কেন দরজা দিয়ে খুঁজতে বলো পারাপার?