সব কটুকথা সয়ে গেছি  নির্বিকারে
তবু ফিরে আসি  সংঘাতের কাঁটাতারে
ঠেলে দিলেও সহজে জলঝড় অন্ধকারে
নিঃসঙ্কোচে তোমার লোভাতুর আস্থার দ্বারে
তুমি আছো বলে ।


আমার জখমবাণী  নিশব্দতার  কবিতায় টুকে রাখি
তোমার নিশ্বাসের কথামঞ্জরি ঠোঁটের রঙের বারিকি
একান্তে পড়ে থাকা কাঁচুলির অন্তরায় রিলেশনশিপ  
যদিদং হৃদয়ং ।

সঙ্গদোষে পাঁচ পেগ হুইস্কির নিলীন মৌতাতের খাদে  
সিগারেটের বেয়াড়া ধোঁয়ায় পরকীয়ার মৌচাকের ফাঁদে  
আমার খোয়ানো কিংবদন্তি রাত  জানলা খোলা সুদূরের মাঠ
সুখদুঃখ শরীরমগ্ন ঘরলগ্ন স্বস্তির সংসার সংলগ্ন চৌকাঠ ।
তুমি আছো বলে ।


বিকাশ দাস / মুম্বাই