জল পড়ে পাতা নড়ে
মন যে আমার কেমন করে
বোঝায় বল কি করে, তুই না থাকলে ঘরে।
তোর নামে রোজ বিন্দি পড়ি
তোর পছন্দের ফুলে খোঁপা করি
তোর গানের কথায় সুর বাঁধি
দু’বেলা ভালমন্ধ কত কি রাঁধি
তোকে ছেড়ে ভাত বেড়ে একলা খাই কি করে।।
ফেলে দিয়ে তোর সব কাজ
কথা ছিলযে আসবি তুই আজ
বসে থাকি জ্বেলে সন্ধ্যা বাতি
তোর চিঠি পত্রের গন্ধে যে মাতি
তোকে ছেড়ে বুক ভরে নিশ্বাস নিই কি করে ।।
বিকাশ দাস / মুম্বাই