তোমাকে ভালোবেসে যাব
শেষ নিঃশ্বাস টুকু ফুরিয়ে গেলেও।
সূর্যাস্তে জ্যোৎস্নার শিকড় হাতের মুঠোয় ধরে
এক আকাশ যৌবন উজান স্রোতের তোড়ে
শরীরের সহবতে ভালোবাসা শর্তাধীন হলেও
তোমাকে ভালোবেসে যাব।
তোমার সিঁথি সিঁদুর শাঁখা পলা নোয়ায়
এক হাজার বছর স্বপ্ন দেখার আবেগে
সহস্র সতর্কতার গোপনে বেঁচে থাকার অজুহাত খুঁজে যাব
যে যার সংসারের শৃঙ্খলের ঋণে বাঁধা গেলেও
তোমাকে ভালোবেসে যাব।
না হয় ভাঙল সঙ্গে থাকার প্রতিশ্রুতি
তবু জীবনভর প্রচ্ছন্ন ছোঁয়ার আকুতি
বুকের কন কনে শীত পোহাতে তোমারই উত্তাপের উচ্ছন্নে যাব।
বেপরোয়া নদীর এ পারে আমি
আর ওপারে তুমি আলাদা আলাদা স্নান সারা হলেও
জলের প্রতিটি কল্লোলে আমার স্পর্শের স্পর্ধা তলিয়ে গেলেও
তোমার গভীর ছুঁয়ে যাব।
তোমাকে ভালোবেসে যাব।
----------বিকাশ দাস