..........তারপর
রাতে অন্ধকারে স্নান সেরে
একবুক স্বপ্নের গন্ধের নিবিড়ে টাটকা গোলাপ ছিঁড়ে ছিঁড়ে
শরীরে শরীর ডুবিয়ে দিব্যির পর্দায় মুখ লুকিয়ে
দৃষ্টিযাপন জাগিয়ে ঠোঁটে
আমায় ভালোবাসতে রক্তের জমাট গলিয়ে রক্তের আঁচে।
দুর্বার টানে অনুচ্চার কথা
আঙুলের সংস্পর্শে সিঁথির সিঁদুর অল্প বিস্তর
নিঃসঙ্কোচে ঝরে লজ্জায়
কিছুটা নাকের ডগায় কিছুটা শয্যার কল্গায়
যথারীতির স্বভাবে হতো জীবন উজ্জবিত।
অন্ধকার নিঙরে শাঁখা পলা সোনার কাঁকন
বাহুর গহিনে আকাশ ঝাঁপিয়ে বৃষ্টির প্লাবন
গাছপালা ঝলসে বিদ্যুৎ স্নিগ্ধিত শ্বাসপ্রশ্বাস
আমাকে নির্বাক করে দিত ঝলমলে অন্তর্বাস
তোমার দহন তোমার সোহাগ চুম্বনের দাগ
হাজার হাজার বছর বেঁচে থাকার তীব্র উচ্ছ্বাস।
বিকাশ দাস