আমার সৌহাদ্য বন্ধুত্ব
দীর্ঘ প্রতীক্ষিত গোটা দিন
আমার জীবনে প্রেম কবিতা গানের মতো ।
তুমি অন্তরাল পেরিয়ে এলে আমার খুব কাছে
দুহাতে স্পর্শ করলে আমায়
আমি জানতাম
শুধুমাত্র তুমি পারো সবকিছু উজার করে দিতে
স্পন্দনে স্পন্দনে আমার হৃদয় ।
তুমি আমার জীবনের নিঃশ্বাসে
রোজ বেঁচে থাকবে সকালের মতো রাতের মতো
জানি, তোমার স্পর্শের নিসর্গতা
মনে প্রাণে বুঝেছি
তুমি আমার জন্যই সঙ্কল্পিত ।
বিকাশ দাস / মুম্বাই