এক আকাশ-ছড়ানো চাঁদের আলোর ঢল
তবু তুমি আমার এক ফালি জ্যোৎস্নায় ভিজে চেয়েছিলে হতে সুখী
এক সমুদ্র-ছড়ানো উথালিপাথালি জল
তবু আমার নিভৃত স্রোতের তোড় ভেঙে চেয়েছিলে হতে ঘরমুখী।

দিনের পাপড়িতে সূর্যের রঙ লেগে
ছেয়ে এলে ঝাঁকে-ঝাঁকে অন্ধকার রাতে
বিছানা জুড়ে তোমার চোখ ছিল জেগে
নির্ভয় দিয়েছিলে ভরে আমার হাতে
জেনেও এই বিষের রঙও নীল
তবু এসেছিলে ভেঙে ঘরের খিল

আমার চোখের নীলে দৃষ্টি মেলে চেয়েছিলে হতে বিলীন
বলেছিলে ঠোঁটের গুঞ্জরণে দীর্ঘ চাউনির আস্তরণে
মর্মের বিশ্বাসে হৃদয়ের মর্মস্থলে প্রতিদিন এক শুভদিন
ভালোবাসার নিসর্গ অসুখ সারানো এক স্বর্গ নজিরবিহীন।