সে দিনও আগুন জ্বলতে দেখেছিলাম
অভাবের বিষ কুরেকুরে আমায় গ্রাস করলেও
তার শুশ্রষা ঢালা দুচোখ অশ্রুজলে বলেছিলো শেষ কথা

উদ্ধত আকাশের নিচে
শ্বেত পাথরের মলাটে নিঃসঙ্গ কবর পাষান রাতের নগ্ন বুকে
খোয়ানো স্মৃতির  আঁচড় টেনে টেনে নিস্বর্গ তত্বগুলো জড়ো করছিলো ।

আলতা রাঙানো তোমার পায়ের পাতা
মরুর কর্কশ ভূমিতে ছাল পড়লেও
খুঁজে নিয়েছিলে  সহজে সবুজ চারা ।
আমার প্রিয় রাগের কথাটি রেখে গিয়েছিলো শুধু আমার জন্য ।
সে দিন আমার মৃতশাখে ছড়ানো ছিলো কাশফুলের মত শুভ্র আশ্বিন মাখানো আকাশ ।  

বৈশাখের ঘূর্ণি ঝড়ের বিষন্ন বাতাসে
তোমার চুলের কাঁটায় আমার বুক বিঁধলেও
ভরা নদীর থৈ থৈ জলে ডুবে থাকা
আমার নিঃসঙ্গতা
তোমার আঁচল ধরেই ফিরে পেয়েছিলাম আমার পূর্ণ জীবন ।

তোমার ওঠা নামা  বুকের নিঃশ্বাসে
অসংখ্য সুখ  নিয়েছিলো  বেঁধে আমার অসম্ভব যৌবন ।
সম্পর্ক বিহীন দীর্ঘ মিহি পথ চলা শেষ হয়েছিলো
তোমার গন্ধ মাখানো শাড়িতে নতুন করে আবার ঘর বাড়ি ।
দাউ দাউ করে জ্বলতে থাকা
আমার অসহায় শরীরে তুমিও ছিলে সঙ্গিনী সংশ্লিষ্ট
এক রাশ বৃষ্টির ভেতর ।

বিকাশ দাস / মুম্বাই