তুমি জানো
আমি কতটা উদাসীন
কতটা স্বার্থপর উদ্বেগহীন ।
বিশ্ব নরক যাক আমি তোমার গন্ধে বিলীন ।
ব্যস্ত আমার আঙুল তুলে নিতে মনের তুলি অন্তরে অনেক রঙের রেকাবি
ধরে নিতে নিতে তোমার শরীরে শরীরে লুকোনো ছন্দ রিদিম খাস কেতাবি ।
তোমার আদুরী মুখ যত্নশীল স্বভাব
বেঁধে রেখেছে আমার দু’চোখ
তোমার চাহনির ছাউনি থেকে একটু বেড়িয়ে না এলে
তোমার রূপের তোমার গুনের বর্ণনার বর্ণালী মেলে
আমার রঙের গুছোনিতে তুলির বুলোনিতে কি করে বন্দী করি ?
বিকাশ দাস / মুম্বাই