তোমার হাতে
আমার দুহাত বেঁধে দিলে আমার ভয় কাটে
আমার দু পা বেঁধে দিলে আমার ভয় কাটে
করতে পারি দিব্যি হাঁটা চলা মাটিতে পড়ে যাওয়ার আগে
খুঁজে নিতে সহজ লাগে নির্ভয়ে আমার নিরাপদ আশ্রয় ।
তোমার হাতে
ঘরের মধ্যে ঘর বেঁধে দিলে আমার ভয় কাটে
শরীরে শরীর বেঁধে দিলে আমার ভয় কাটে
আমার দিনরাত্রি মুগ্ধময়
বহু বর্ণ আকাশ ঘরময় সমস্ত ভুবন ধারাময়
তোমার হাতের আভায় আমার নিঃসঙ্গতা সারাৎসার ।
বিকাশ দাস / মুম্বাই