সকাল ছড়াক আলোর বিলাস
বাসি কাপড় ছেড়ে
স্নান সারা ভিজে চুলে
সিঁথির সিঁদুর ছোঁয়া দু’হাতের শাঁখায়
শূন্য কলসিতে জল ভরার কল্লোল
নিয়ে তোমার  ঘরবাড়ি  আমি রোজ হয়ে উঠি সংসারী।

ঢের নিশীথে   নিখাদ রমণে
বিজন ঘরের অন্ধকারের অন্তরঙ্গতায়
চুম্বনের লজ্জা বিলোল দাগের বিহ্বলতায়
নির্দ্বিধায়  
তোমার গন্ধ বুকে মেখে  আমি রোজ হয়ে উঠি নারী।


বিকাশ দাস / মুম্বাই