হলে হতে পারতো
আনন্দে জেগে ওঠা আমার
বন্ধ দরজা খুলে বাইরের আভায় একবার ঘোড়ার মতো ছুটতাম
বা নিজের পাপের বীজানু পুড়িয়ে মানুষ হতাম ।

যদি নিজের জলাঞ্জলি
শুধরে নিতাম ওদেরই হাতে জমে থাকা সুষমায়
বুকের মধ্যে বেঁধে ওদেরই সনাতনী বোধন ।
  
পারলাম না কিছু দিয়ে যেতে বা করে যেতে
উপরের মানুষের কাছ থেকে নিয়ে নিচু মানুষের কাছে পৌঁছে দিতে
রাজপথ থেকে মাটির পথে স্বালম্বিতার স্বাক্ষর ।  

আমার দুহাতে পাথর
দুচোখে প্রতিবাদ থাকা সত্তেও
আমি ঠায় দাঁড়িয়ে লজ্জার জলে মুখ ডুবিয়ে ভিখিরির কাছে ভিক্ষে মাগার মতো
উপরওয়ালার বরাতজোরের ছাই ঘষে   আজ আমি আকাট ক  অক্ষর গোমাংস ।  

বিকাশ দাস / মুম্বাই