সাদা মাঠা দিন  
না চাঁদের স্বর্ণ ছটা না সূর্যের বর্ণ ছটা      আকাশের ভালে
যেদিন থেকে গিয়েছো তুমি ভিন দেশের মাটির চালে
এখন শোবার ঘর মাকড়সার জালে
আকাশ ভর্তি অন্ধকার ।
  
অনর্গল নির্থক বৃষ্টিরধারা  
ধূলোঝড় পাগল পারা
রাত্রিভোর
ভিজে জমাট অন্তর্বাস   শায়ার লেসের ফাঁস
তোমার সোহাগ তোমার আদর তোমার নিঃশাসে
তোমার ঠোঁটের স্বাদে
আমার বুকে বাতাস দ্রুত ভালোবাসার ব্যগ্রতার আশে ।

অভিমানী হাওয়ায় শাড়ির আঁচল যতোই সামলায়  
জোর বাতাসের ঘায়ে সড়কে সড়কে যায় লজ্জায়
কৌমার্য তৃষ্ণার ভেতর খুঁজে বেড়ায় তোমার
দু'হাত
নিংড়ে অন্ধকার নিষ্ঠুর কাঁটাতারে ।

আজও বাঁশ কেটে বাঁশি বানাই  
কাঠ পোড়া আলকাতরা গরম গলা নির্জন সড়কে
একলা হেঁটে যায় ভালোবাসার তরাসে
সীমানার কাঁটা তারের  কাছে গিয়ে ফিরে আসি
তোমার স্বদেশ মাটি  দু’মুঠো হাতে
লুকিয়ে সবার আড়ালে
তোমার নিজের হাতে উঠোন পাতা সংসারে
তুলসীর গাছের গোড়ায় ।
সকাল সন্ধ্যে আকাশ হাতড়ে খুঁজে বেড়ায় ঘরের ভেতর
তোমার স্পর্শ ।
তোমার পালানোর কথা কেও না জেনে যায় বলে
লুকিয়ে রাখি আমার বাঁশি ।
যদিও তুমি বল তুমি আমার রাই আমি তোমার কানাই ।

বিকাশ দাস / মুম্বাই