তুমি ফিরিয়ে দিলে ফিরিয়ে দিতে পারো
আমার ফুল
আমার ভুল
আমার শূল
আমার যাওয়া আসায় রাখতে পারো তোমার বারণ ।
তুমি ফিরিয়ে নিলে ফিরিয়ে নিতে পারো
তোমার বাস
তোমার রাশ
তোমার শ্বাস
আমার যাওয়া আসায় বাঁধতে পারো তোমার বাঁধন ।
কিন্তু
সম্পর্কের নিকুচি ঋণপত্র উৎরে
আমার নিরঙ্কুশ মৃত্যুর অনিবার্য দিন
কি পারবে আটকাতে সে দিন
তোমার বারণ তোমার বাঁধন ।
বিকাশ দাস / মুম্বাই