আর বাঁশি বাজবে না  কুঞ্জবনে
আর রাধা আসবে না  কুঞ্জবনে
কদম্ব ছায়ায় আর রাধা নাচবে না নূপুর চরণে ।

কথা ছিলো পুড়বো দু’জনে
অস্থির বেদনা নিয়ে ভরা জ্যোৎস্নার আগুনে
বিবাদ ভুলে ফোটাবো ফুল ঠোঁটের
গুঞ্জনে
যেমন কাঁদে কদম্বছায়া কাঁদে যমুনা বিরহের উচাটনে ।।

থেকে থেকে হারাবো দু’জনে
সজল মূর্চ্ছা নিয়ে নিথর বাতাসের
বন্ধনে
হৃদয় জুড়ে নিঃশ্বাসে রাধাকৃষ্ণ নামের স্পন্দনে
যেমন কাঁদে কদম্বছায়া কাঁদে যমুনা বিরহের উচাটনে ।।


বিকাশ দাস / মুম্বাই