তোমার কাছে আসতে
পর পর কালো বেড়াল পথ কাটলে... কাটুক
সুন্দরী মহিলারা অনর্গল কথার ভাঁজে হেয়াঁলি রাখলে .. রাখুক
দুপায়ে সংকটের কাঁটার ঘাত লাগলে...লাগুক
সকালের নরম সাদা রোদ্দুর সন্ধ্যার মাটিতে অন্ধকার কাটলে ..কাটুক ।
দীর্ঘ ঘাস বিচালির স্বর্ণালী ধানের হাওয়ায়
আকাশি চাঁদের বৃষ্টি উড়ো শর্বরী ছায়ায়...
একটু দেরি হলে ও জেনো আমি আসবো
তোমাকে জাপটে ধরা ভালোবাসবো ।
ভয়ের দুয়ার খুলে নিথর আলোর নিবিড়ে
বাসন কোসন গোছানো সংসার বাঁধবো
অন্তর বাহির সংগোপনে চোখের শিবিরে ।
প্রতিদিন বসন্ত
আমার বেঁচে থাকা তোমার বৈভব স্পর্শের গভীরে
অতীত ভোলাবো বর্তমান জড়াবো ভবিষ্যত আঁকড়ে
এক দুজনের বিপ্লবী আলিঙ্গনে পাথর শরীর জাঁকড়ে
ক্রমশঃ বিগলিত বারোমাসি নদী
জলের স্রোত নিংড়ে
ঝলমলে চিকন বালি ভালোবাসার
গা জড়ানো
মণি মানিক্য জড়োয়া ঝুমকো সাতনুরি হার ।
বিকাশ দাস / মুম্বাই