আমার ঘুম অন্ধকারে ভাঙলে
তোমার কি ?
বাতাসের শব্দে আকাশ ভাঙলে
তোমার কি ?
তোমার হাতে আমার হাত রাখলে
নিজের ঘর কোথাও হারিয়ে গেলে
দুনিয়ার কি ?
মেঘের ভেতর একটু আলোর ছিঁটেয়
অন্ধকার ভিজিয়ে দিলে চেনা ভিটেয়
দুচোখের বারান্দায় অবাধ বৃষ্টি হলে
ভালোবাসা কি ?
বিকাশ দাস / মুম্বাই