সারা সাঁঝ
ডুবিয়ে আমার
সারা রাত
হারিয়ে আমার
তোমার শরীরের ভঙ্গিমার আদলে
এঁকে নিচ্ছিলাম দূরাতিদূরের
আকাশ স্থল সৃষ্টির  অবাধ প্রকৃতি
নদীর নৃত্যময় হাঁটা চলার আকৃতি
স্পর্শের ভেতর
দুহাতে জল ভেঙে ভেঙে  
খুঁজে নিচ্ছিলাম  পারাপার
হৃদয়ের ডিঙ্গায়  অন্তরের বৈঠা
কাঁখ জড়ানো  ডাগর সকাল ।

বিকাশ দাস
মুম্বাই