আমার ঘরে ফেরার সিঁড়ির পাদান  তুমি ।
আমার জীবন পাতার গানের বিতান তুমি ।  
আমার সবুজ ঘন খেতের ফসল জাগার সকাল তুমি ।
আমার নিত্য বাঁচার জীবন চলার আমোদ- প্রমোদ ভুবন তুমি।  
আমার জীবনশূন্য বৃত্ত জুড়ে  সাধ আহ্লাদের  রমণ তুমি ।
আমার ঋণগ্রস্ত জীবন চরাচর পথের পান্থনীড়ে সঙ্গিনী তুমি ।
আস্থা  তুমি
বিশ্বাস তুমি ।
সুখ দুঃখের হাওয়ায় অন্ধকারে সূর্য ডানার আলোর পাখি তুমি  
জীবন ঝঞ্জার হাটে বাজারে বুকভর্তি সুখদহাসির উপমা তুমি ।

মাটির আঁচে     সন্ধ্যা বাতি ফুলের গন্ধ
অমলতাশ রোদ্দুর  ছায়ার  পাতার ছন্দ
আমার স্বপ্ন ঘুমে  সংসর্গের পালঙ্কে শয্যার সুষম লজ্জা তুমি ।

বিকাশ দাস
মুম্বাই