তুমি এলে প্রিয়
ভিজিয়ে পায়ের পাতা        রক্তজবা আলতায়
হঠাৎ মেঘ      বৃষ্টি খোলা  বেপরোয়া হাওয়ায়
অনন্ত নীল রোদ্দুর কাঁচা ধানে ভাতের গন্ধ নিয়ে ফেরে শিরায় শিরায়।

  
তুমি এলে প্রিয়
হঠাৎ সমস্ত ঘর বাড়ির  ভিটেমাটি
দিগন্তের পাখি  গাছ গাছালি  আকাশ খোলা চাতাল
হঠাৎ মাটির স্পর্শ     শিশুবেলা মরচে লাগা শরীরে  
সংযোগ সারা        দিনযাপন  আদর লাগা গভীরে
হঠাৎ শান্তির প্রত্যয় সাত রঙের দলা সাদার সাদরে ।  

বিকাশ দাস
মুম্বাই