ভেঙে যাওয়া জীবনের শেষ নয়
সব টুকরো কুচির কুচি আঘাত নয়
কাঁচ ভাঙার টুকরো কাগজ ছেঁড়ার টুকরো
গল্প কাহিনীর বিন্যাস বিনাশ নয় ।
হঠাত ভেঙে যাওয়া হৃদয়
ভালোবাসার অক্ষয় প্রণয় ।
নিজের হাতে সলতে বাড়িয়ে নাও
লাগুক জ্বালা আঙুলের ডগায়
ভরিয়ে দাও
প্রদীপের আলো অন্ধকার নিঙড়ে
করে তোলো উজ্জ্বল দীপ্তিময়
ঠোঁটের নিঃশব্দ ভাষায়
করে তোলো হৃদয় প্রীতিময় ।
তোমার সম্বল টুকু খুঁজে নিতে হবে যত্নে
ধুলো মাটির ভেতর ফুরিয়ে যাবার লগ্নে
পরস্পরের আলিঙ্গনে ।
বিকাশ দাস
মুম্বাই