কাল
ঐশ্বর্যের ভিড় ছিলো তোমার প্রাসাদে
সুখের ভেতর
সব ঘর উচ্ছন্ন করে
করছিলো  
কালবেলার অহংকার তোমায় দ্রুত কাঙাল
পাথর কাটা পাথরে ।

আজ
তুমি নিঃস্ব সমস্ত  উজার করে
প্রাচুর্য্যের আলোর তীক্ষনতায় শুদ্ধতর অন্ধকার
নিয়তির চৌকাঠ পার করে
দুঃখের খাদে সুখ যেন সোনার নির্ভার  
ভালোবাসা একাকার করে ।

বিকাশ দাস
মুম্বাই