পিপাসার তৃষ্ণা  
এক রকমের জলধি
দুর্নিবার লহরী সমুদ্র আছড়ে
যার উঁচুনিচু ঢেউএর জোড়ালো কণ্ঠস্বরে  
উজিয়ে নদী উপনদীর কান্না উদ্দাম ধারায় ব্যথার ধারা ।
আর
বিস্তৃত জলধির সব ঢেউ
নির্জল পাকানো পিপাসা
একরোখা
উজান বাতাসের ঝাপটায়  লোভাতুর চন্দ্রিমার আঁচে
রাত পোহানোর খ্যাপামি
শরীর পোড়ানোর পাগলামী !

বিকাশ দাস
মুম্বাই