আমি থাকি ভূগোল
পার করে
যেখানে হাত
নেই ধরে
জাত পাতের পালা
শুচি
অশুচি
ধর্ম সারার জ্বালা
যুক্তি তর্ক গলার ফাঁস
সম্পর্কের কাঁধে সন্ত্রাস
শক্তির বিকৃতি
সততার বিক্রি
যেখানে শুধু
মুক্তি উচ্ছসিত হাওয়ায়
মুক্ত আকাশ
জাতভিন্ন অভিন্ন
রক্ত দুধের
মাতৃভাষার শব্দ নীড়ে
আনন্দ মুগ্ধ বক্ষ ঘিরে
মাটির স্পর্শ
আমার দেশ তোমার দেশ সবার দেশ
ভারতবর্ষ ।
বিকাশ দাস
মুম্বাই