এই মেঘ
এই আকাশ
এই ঘর
এই বাতাস
উঠোন ভেজা রোদ বৃষ্টি ঝড়
আজও তোমার স্পর্শে মুখর
মাটির শিহরণ
অরণ্যক গন্ধ শান্তির আমন্ত্রণ ।
এই ঠোঁঠ
এই সংলাপ
এই চোখ
এই আলাপ
হৃদয় ভরা অষ্ট প্রহর
আজও তোমার স্পর্শে মুখর
রূপের কাঞ্চন
নিঃশব্দ ছন্দ সম্প্রীতির নিবন্ধন ।
বিকাশ দাস
মুম্বাই