বিচ্ছেদ মাখা আলোর নিচে কালশিটে অন্ধকার
আতঙ্কের গুমটিতে  রক্ত দুধের সম্পর্কের  ভার
রং চটা কাঁটাতারের ঘেরায় অজশ্র ফুলের অন্তসার
দুঃখ গিলে গলার ফাঁস ।

রোজ সকাল সন্ধ্যে আকাশ ফোটে বাতাস ছোটে  
মুক্তির স্বাদ নিয়ে দু হাতে স্নিগ্ধ স্নাত
রোদের তীরে ছায়ার নীড়ে পূর্বপুরুষের মাটির গন্ধ
সূর্যের আলোয়  চাঁদের জ্যোৎস্নায় ।  

আজ বাসাবদল মুখ থুবড়ে ফোস্কা লাগা সীমান্ত
এ দেশ আমার ও দেশ তোমার পয়মন্ত
মাঝখানে কঠিন বাহুর জমাট সঙ্গিন পাহারা  
আর্ত চিৎকার
জাগতে রহো ।

বিকাশ দাস
মুম্বাই