আমাকে আরো স্পর্শ করো
দিনের আলোয় রাত্রি ধরো
আমার দুহাত
তোমার দুহাত
নির্বিশেষে রোজ চার করো ।

হৃদয় জানুক কোথা থেকে নিয়ে   আসে অশ্রর ধারা
কোন নদী কোন সাগর কোন মেঘ হলে পাগলপারা ।

এমন নদী এমন সাগর   এমন মেঘ
উপচে পড়ুক  নিয়ে স্পর্শের আবেগ
তোমার শরীরে         আমার শরীরে
আলো অন্ধকারে      স্পর্শের গভীরে ।

বিকাশ দাস
মুম্বাই