আমায় ভেঙে রোজ কবিতা করে নিও
যখন তোমার ইচ্ছে আমায় ডেকে নিও
ভালোবাসাবাসির
আভাময় সন্ধ্যার সাঁকোর পারে বা পাথর বিছানো অন্ধকারে
বা রোদ্দুর পোড়া মাঝ দুপুরের নিঃসাড়ে ।
তোমাকে ভালোবেসে
আমি ভালোভাবে বেঁচে আছি
মেঘের গন্ধ অবশেষে
বাতাসী বৃষ্টির আঁচ ধরে আছি
শব্দের ফুল ছড়িয়ে কবিতার পাষাণে ।
আমার কলুষমাখা হাত
যদিও ভীষণ কাছে থাকার সংকোচ এখনো ছাড়তে পারিনি
পায়ের নিচে অজস্র মাটির সংকট এখনো ভাঙতে পারিনি
কিন্তু
আমি যাবো সরিয়ে সমস্ত নাজেহাল আমার হৃদয় শব্দের সংঘাত
বোধনের আলোয় মাখিয়ে দুহাত
আপাতত
দূরে থাকে কবিতা ।
বিকাশ দাস
মুম্বাই