তোমার দুহাত
সহজ সরল স্বজন প্রেমপরায়ণ
গন্ধ বিস্তৃত সুখ সম্পন্ন আন্তরিক  আপ্যায়ন
রেখার সীমন্তে ভাগ্যদাত্রী অসীম সংসারী
সুখ সম্ববৃদ্ধির ঘর উঠোন বাড়ি ।
  
বিকাশ দাস
মুম্বাই