আমার আকাশে তোমার দুচোখের
নীলিমা
ছড়িয়ে ছিটিয়ে ভরা থাক না
বাতাসের দোলনে ফুলের বাঁধনে
আনমনা মন
আজীবনএক সুরে বাঁধা থাক না ।

বিরহ মন দীর্ঘ রাত আঁধারের শূন্যতায়  
সূর্যের প্রথম আলোয় আমি তুমি ভিজে সুখের বেদনায়
আজীবন
দুটি মন শুদ্ধ থাক না ।।

পিয়াস মন মধু রাত সাঁঝের জোছনায়
দূরের শাওন হাওয়ায় ফুলগুলি ঝরে   আঁচলের ছায়ায়  
আজীবন
আঁখি মন মুগ্ধ থাক না ।।



বিকাশ দাস
মুম্বাই
১২।০৭।২০১৬