কোনো এক বসন্ত দিনে     আমার শূন্য মনে
এনেছিলে প্রেম আঁজলা ভরে  
দূর থেকে আরো দূরে শূন্য হাওয়ায় বৃষ্টি সুরে
এলে ফিরে নিয়ে একদিন বিচ্ছেদ নিশিভোরে ।

আমার শূন্যে চাওয়া
উড়িয়ে   সঘন ছায়া
তোমার ফিরে আসা কুড়িয়ে আমার ভালোবাসা দুচোখের দৃষ্টি ভরে ।।

আমি যে  ঘন অরণ্য
আশ্বিনে      ঝরাপাতা
বুকের ভেতরে তুমি
মাঘ ভোরের শীতলতা ।

আকাশ ভেঙে আমি
বৃষ্টির   আনাগোনা
ফুলের ঝড়ে তুমি রাঙানো চাঁদ আধখানা    দুচোখের কাজল ভরে ।।


বিকাশ দাস
মুম্বাই
১২/০৭/২০১৬