আমার গানে গানে যে বেদন তুমি দিয়ে যাও
সে বেদনে হৃদয় ভরে বেজে যায় সুরে সুরে
তুমি কি শুনিতে পাও ।
যে পাতা ঝরে বৈশাখে শ্রাবণের কোমল জলে
হৃদয়ের গান হয়ে ভাসে দুচোখের কোলে
সে চোখ তোমার চোখে
তুমি কি দেখিতে পাও ।।
যে আলো ভরে আঁধারে আকাশ জোছন নীল
চোখের কাজল যেন পুড়ে আলোর ঝিল
সে আলো তোমার চোখে
তুমি কি দেখিতে পাও ।।
বিকাশ দাস
মুম্বাই
১০/৭/২০১৬