কেন যে মন ধরে নিলো
তুই ভালোবাসবি না আমায়
রোজকার মতো তুই আর ডাকবি না আমায় ।
অভিমান জড়ানো আমার যত আবদার
ভুলিস না তুই রাখতে যে কোনোবার
তোর নামে
বৃষ্টি নামে
সাজালে কাজলে
এখনো যে আমার দুটি চোখের পাতায় ।।
মিঠে রোদ আগলে আমার যতো আসমান
ভুলিস না তুই রাখতে যে দিনমান
তোর রাসে
চোখ ভাসে
ঠোঁটের আলাপে
দেয় যে গা ভাসান তোর পথের আসায় ।।
বিকাশ দাস
মুম্বাই
১১।০৭।২০১৬