আমারও আছে মনে একটি মন
সংগীতে সুর যেমন
ভোর সকালের আলে আলে পাখির কুজন ।

নীল আকাশ পাখির  পাখায় সারা সকাল দুপুর
নদীর আলতো স্রোতে ভেসে যায় সোনা ঝরা রোদ্দুর ।।

বাঁশের বাঁশি সাঁঝের ছায়ায় নজর কাড়া মুখ    
চাঁদের চাতালে নীল কুচো হীরে মিনে বাঁধা আলোর সুখ ।।


বিকাশ দাস
মুম্বাই
২৩/১২/২০০৮