পেলো না এ গান আমার কোনো সুর কোনো রাগ
চাঁদের ছিঁটয়ে  কাজলের ধার কাটেনি দাগ
মনে আমার ।

থৈ  থৈ নদীর কিনারায়  
কথা হয়েছিলো দুচোখের চাওয়ায় ফুলের ভাষায়
মন হলো জানাজানি ময়ূরী হাওয়ায় ।।

ওই দূরের আকাশ পারে  
চাঁদ উঠেছিলো মেঘলাগা বাহারে জোছনার আখরে
লেখা হলো প্রেমগাঁথা কাজলের ছায়ায় ।।


বিকাশ দাস
মুম্বাই
০৭/০৭/২০১১