তুমি বলো
শরীর  বয়সের বশে  থাকলে
অপরাধ ।
অশুচির  গন্ধ  গায়ে  মাখলে
অপরাধ ।
মাথার উপর ভগবান পায়ের নীচে শয়তান
মুখের আদল বদলে   খুঁজতে হবে অবসান ।

তুমি বলো
ফিরে যাও ঘরে  দুহাতে রেখো ধরে
দুঃখের দিন সুখের দিন ঘরের কোটর
খোলামেলা  চাতাল ।
সূর্যের ভোর আকাশের রোদের চাদর
ফুলতোলা   সকাল ।

তুমি বলো
দেনার ভার দুহাতে থাকলে
অপরাধ ।
কর্তব্য    দায় সারা  রাখলে
অপরাধ ।

তুমি বলো
ফিরে যাও ঘরে দুহাতে রেখো ধরে
বারোমাস তেরো পার্বণ  আদর আপ্যায়ন
সম্প্রীতির দরবার ।
দুই প্রান্তের ঘর উঠোন পৃথিবীর নিকেতন
একান্নবর্তী সংসার ।


বিকাশ দাস
মুম্বাই
২২/০৬/২০১৬