রোজ গোলাপ ফুটিয়ে কাঁটা তারে
তুমি চলে যেতে একা
যদিও সামনা সামনি দুচোখ আছড়ে
এখনো হয়নি দেখা ।
রাত্রির গোহরা অন্ধকার সরিয়ে
ভোরের কোলে সূর্যেরবাতি ধরিয়ে
রোজ সকাল ফুটিয়ে সোদর পারে
তুমি চলে যেতে একা ।
পাখির মতো খবর পড়তে নির্বিকারে
জীবের অমোঘ বাঁকে কথা জড়িয়ে
সবার নির্দেশ না মেনে ভালোবাসতে
আঙ্গুলের স্পর্শ জলতরঙ্গ ভরিয়ে ।
ঘুমের মফস্বল ধারে
এক নাগারে তুমি বলে যেতে ....ভালো থেকো। ভালো থেকো।
আশ্লেষে
আমার হৃদয় তোমার চোখে বৃষ্টির মতো
আকাশনত বাঁচার আনন্দ মাটির মতো ।
বিকাশ দাস
মুম্বাই
০২/০৭/২০১৬