ধর্ম সাধু
ধর্ম নির্মোহ ফকির ।
ধর্ম জাদু
ধর্ম ভাগ্যের লকির ।
ধর্ম নারী
ধর্ম জন্ম
ধর্ম নাড়ি
ধর্ম ক্ষুধা হঠাত ভাতের গন্ধ
ধর্ম শুধা বাড়তি নেশার ছন্দ ।
ধর্ম লালা
ধর্ম দণ্ডের বলিহারি ।
ধর্ম কালা
ধর্ম ধান্দার কলাকারি ।
ধর্ম চাবি
ধর্ম ঘর
ধর্ম দাবি
ধর্ম জ্ঞান আগুন জ্বেলে কাঠে
ধর্ম যান বাতাস ঠেলে মাঠে ।
ধর্ম ধনী
ধর্ম কয়লার গর্ত
ধর্ম শনি
ধর্ম সততার শর্ত ।
ধর্ম লোক
ধর্ম কানা
ধর্ম শোক
ধর্ম ঘাস ভোরের শিশির ধরে
ধর্ম রাস রাতের আঁধার ভরে ।
ধর্ম দান
ধর্ম ছল চাতুরী ।
ধর্ম ভান
ধর্ম রূপ মাধুরী ।
ধর্ম কুল
ধর্ম তন্ত্র
ধর্ম ভুল
ধর্ম জ্ঞান নারীর গায়ে জ্বালা
ধর্ম ধ্যান পুরুষের পায়ে ছালা ।
ধর্ম শুরু
ধর্ম পথের পথিক ।
ধর্ম শেষ
ধর্ম রক্তের শরিক ।
ধর্ম শুখা
ধর্ম মন্ত্র
ধর্ম ভুখা
ধর্ম একলা চলার ধারা
ধর্ম একলা পাগল পারা ।
বিকাশ দাস
মুম্বাই
২৫/০৬/২০১৬