তুমি
ঘরের আলোগুলো একটু কম করো
বড্ড চোখে লাগছে ।
ফুলগুলো সরিয়ে এক কোনে করো
বড্ড বুকে লাগছে ।
আপাততঃ কোথাও হটিয়ে নিয়ে যাও
চড়ারোদ্দুর আর অবেলার হটাত্ বৃষ্টি
বড্ড গায়ে লাগছে ।  

জানি
আলো জমে
একদিন অন্ধকার ।
ফুল শুকিয়ে
একদিন খবরদার ।
রোদ্দুর শুকিয়ে
একদিন পাথর।
বৃষ্টি ভিজে
একদিন সাগর।

তুমি এসো তোমার আঠপৌঢ় শাড়ি বদলে
একটু আলাদা ভাবে রোজকার অভ্যাসের ছাতায়
আমাদের পঞ্চাশতম           বিবাহবার্ষিকী কাটায়
আড়ালের দেয়ালে হেলান দিয়ে  
পরস্পরের   প্রশয় কোলে নিয়ে ।

বিকাশ দাস
মুম্বাই
২৭/০৬/২০১৬