তুমি
দিনের আলো হোক
বা  রাত্রির অন্ধকার
হোক মাথার উপর সূর্যচন্দ্র গ্রহণবার;
নিজেকে বেশ গুছিয়ে রাখো
ঘর বাড়ির চৌকাঠে তোমার সংসার ।

তুমি
তোমার অন্তর্বাসে লুকিয়ে রাখো
কিছু  নাবলার কথার ঝনতকার
ঠোঁটের উষ্ণতায় জোর রহস্যের বৃষ্টি
দুচোখের প্রান্তর করে একাকার
মুগ্ধতার অনাবিল   বিদ্বোতসাহী দৃষ্টি ।

তুমি
চুলের বেণী বাঁধো    অভিমানে
রোজ স্বাভাবিক    জীবনযাপনে ।
দু পায়ের পাতা ভিজিয়ে   আলতায়
জড়িয়ে  আঠপৌঢ় শাড়ি সুঠাম গায় ।
যদিও সারা   ঘরের আসবাব
সাজিয়ে রাখা তোমার স্বভাব ।
জাগিয়ে দুচোখে ঘুমের সলতে
একার কাছে একা
বসে থাকো ভিজিয়ে সদর দরজায়
আমি কখন আসবো
আর পড়বো তোমার হাতের কব্জায় ।

তুমি ভাবো ...
তুমি  যাবে আগে
রেখে আমার নোয়া শাঁখা জোড়া পলা সিঁদুরের  মর্যাদা ।
আমি ভাবি ...
আমি যাবো আগে
তোমার উঠোনে আমার একলার  ঘুমের ফুলের শয্যা ।


বিকাশ দাস
মুম্বাই
২৩/০৬/২০১৬