ভালবাসা যেখানে  রক্ত সেখানে  
ভগবান যেখানে   ভক্ত সেখানে  ।

  রক্ত ক্লান্তি
  রক্ত শক্তি
  রক্ত ভক্তি
  রক্ত সুতো
  রক্ত ছুতো

রক্ত আর এক রক্তে
সম্পর্কের ব্যবধান
রক্ত আর এক রক্তে
সম্পর্কের সম্প্রদান ।

  রক্ত ভীতু
  রক্ত থিতু
  রক্ত শুরু
  রক্ত গুরু
  রক্ত খুদা
  রক্ত খুদা

রক্ত আর এক রক্তে
দাঙ্গার অবসান
রক্ত আর এক রক্তে
জাতির অবদান ।

  রক্ত তুল্য
  রক্ত মূল্য  
  রক্ত  টান
  রক্ত মান
  রক্ত বাণ
  রক্ত দান

রক্ত আর এক রক্তে
শান্তির বিস্ফোরণ
রক্ত আর এক রক্তে
ক্রান্তির  বিসর্জন ।



বিকাশ দাস
মুম্বাই ২১/০৬/২০১৬