ভালোবাসা বধির শুনতে  পায় না  ।
ভালোবাসা অন্ধ  দেখতে পায় না  ।
ভালোবাসা  
বিকলাঙ্গ স্পর্শ  জুড়ে
পরস্পরের
হৃদয় নিঃশব্দে খুঁড়ে
নিশ্বাস ধরে বিশ্বাস ধরে
অনুভবের নাগাল ছাড়িয়ে  
বলতে চায় গলা  ফাটিয়ে ...
আমি জেনেছি  
ভালবাসা
নদী সাগর পাথর সঙ্গম হৃদয়ের    ঝিলে
আকাশ মেঘ বাতাস  সংঘাতের  কিলে
মাটির উচ্ছাসে
তমসার স্পর্শে
ভালোবাসা  ছিলো
ভালোবাসা  আছে  
যখন তুমি খুব কাছে   বা   তুমি খুব দূরে ;
দু হাতের আঙ্গুলে  জড়িয়ে বাঁশের
বাঁশি ধরো ।
আর বলো
ভালবাসি ঠোঁটের স্পর্শে ফুটিয়ে
স্পষ্ট তরো ।


বিকাশ দাস
মুম্বাই
২১/০৬/২০১৬